Medinipur: শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, ২০ বছরের কারাদণ্ড দিল মেদিনীপুর পকসো আদালত

Medinipur: শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, ২০ বছরের কারাদণ্ড দিল মেদিনীপুর পকসো আদালত

বছর ছয়েক আগে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ২০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল মেদিনীপুর পকসো আদালত।

ঘটনাটি ২০১৬ সালের এপ্রিল মাসের। গড়বেতার বাসিন্দা মিঠুন করণ, প্রতিবেশী এক শিশুকন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে৷ ৬ বছরের শিশুটি তখন বাড়িতে একা ছিল। কন্যার চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শিশুকন্যাটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫১১ ধারা এবং পকসো আইনে মামলা রুজু হয়৷

আরও পড়ুন:  Elephant: কলাইকুণ্ডা ও চাঁদড়ার জঙ্গলে রয়েছে হাতির দল, সতর্ক গ্রামবাসীরা

দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে এইদিন মেদিনীপুর পকসো কোর্টের বিচারক তানিয়া ঘোষ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। নির্যাতিতা শিশুটিকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ