সিবিআই হেফাজতে ‘রহস্য মৃত্যু’ বগটুই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের

সিবিআই হেফাজতে 'রহস্য মৃত্যু' বগটুই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের

বীরভূমের বগটুই-এর ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের ‘রহস্য মৃত্যু’ হল সিবিআই হেফাজতে। রামপুরহাটে সিবিআই অস্থায়ী ক্যাম্পে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে লালন শেখের মৃত্যু হয়৷ মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ভিডিয়োগ্রাফির পর ময়নাতদন্তের জন্য তাঁর দেহ রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সিবিআই এর অস্থায়ী শিবিরে কোনো উত্তেজনা সৃষ্টি হলে নিয়ন্ত্রণের জন্য আগাম সতর্কতা হিসেবে বীরভূম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, রামপুরহাটের এসডিপিও প্রমুখ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে রামপুরহাটের বগটুই মোড়ে দুষ্কৃতীদের বোমার আঘাতে মৃত্যু হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সেই রাতেই বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরানোর অভিযোগ ওঠে৷ পুড়ে মৃত্যু হয় ১০ জনের৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। মূল অভিযুক্ত লালন শেখকে দিন কয়েক আগে ঝাড়খণ্ডের পাকুড় এলাকা থেকে গ্রেফতার করে সিবিআই। রামপুরহাট আদালত তার ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল। তারই মধ্যে সিবিআই হেফাজতে মৃত্যু হল লালনের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ