Bankura University : ৩০০ টাকা মজুরিতে অধ্যাপক চাই, বিজ্ঞপ্তি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের

Bankura University : ৩০০ টাকা মজুরিতে অধ্যাপক চাই, বিজ্ঞপ্তি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের

ক্লাস পিছু মজুরি মিলবে ৩০০ টাকা। পদার্থবিদ্যার অধ্যাপক চেয়ে বিজ্ঞপ্তি দিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। যা নিয়ে শোরগোল রাজ্যের শিক্ষামহলে।

এই রাজ্যের সাম্প্রতিক শিক্ষার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে বারবার৷ স্কুলের ক্লার্ক থেকে গ্রুপ ডি, এমন কি শিক্ষক শিক্ষিকারাও চাকরির পরীক্ষার ওএমআর শিটে কারচুপির অভিযোগে চাকরি হারাচ্ছেন। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই। একই অবস্থা কলেজগুলিতেও। অতিথি অধ্যাপকদের সহায়তায় চলছে ক্লাস। অভিযোগ উঠেছে, উচ্চশিক্ষিত বেকারদের নামমাত্র পারিশ্রমিক দিয়ে ক্লাস করিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগই নেই, ফলে একান্ত বাধ্য হয়ে তাতেই রাজি হচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের ৪টি পদে বিশেষ লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:  Bankura News : নিয়োগ দুর্নীতির মাঝেও সাফল্য অর্জন বাঁকুড়া জেলার

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ২৪ মার্চ তারিখের বিজ্ঞপ্তিতে পদার্থবিদ্যা বিভাগের সর্বোচ্চ ৪টি বিশেষ লেকচারার পদের জন্য প্রার্থীদের ইন্টারভিউয়ে আহ্বান করা হয়েছে আগামী ৪ ঠা এপ্রিল। শিক্ষাগত যোগ্যতা পদার্থবিদ্যায় এমএসসি এবং নেট কোয়ালিফায়েড বা পিএইচডি। নিযুক্ত প্রার্থীদের ক্লাস পিছু ৩০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। সপ্তাহে সর্বোচ্চ ৪টি করে ক্লাস নিতে হবে। অর্থাৎ গাণিতিক হিসাবে মাসে একজন সাময়িক ভাবে নিযুক্ত বিশেষ লেকচারার পাবেন ৫ হাজার টাকারও কম। এই বিজ্ঞপ্তি সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে কটাক্ষ ও সমালোচনা।

আরও পড়ুন:  Bankura News : নিয়োগ দুর্নীতির মাঝেও সাফল্য অর্জন বাঁকুড়া জেলার

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ