TET Scam: মানিক ভট্টাচার্য নিখোঁজ, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের পরামর্শ চাইলো ইডি

TET Scam: মানিক ভট্টাচার্য নিখোঁজ, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের পরামর্শ চাইলো ইডি

বারবার তলব করলেও হাজির হননি। বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যের সন্ধান পায়নি ইডি। তাই এই মুহূর্তে এই বিষয়ে আইনি পরামর্শ নিতে কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবীদের দ্বারস্থ হলেন ইডি আধিকারিকরা, এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে।

গত ২২ জুলাই মানিক ভট্টাচার্যর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। মানিক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে জেরা করেন ইডি আধিকারিকরা। কিন্তু এরপর দুইবার মানিকবাবুকে ইডি তলব করলেও তিনি হাজির হননি। ১০ আগস্টও ইডি ডেকে পাঠায় তাঁকে। কিন্তু হাজির হওয়া দুরস্থান, মানিকের তরফে ইডির কাছে কোনো বার্তাও আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে ইডি তাঁর সন্ধানও পায়নি। এমতবস্থায় আইনত কি করণীয় সেই বিষয়ে পরামর্শ নিতে বৃহস্পতিবার আদালতে গিয়ে ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গিয়েছে। ইডি সূত্রে আরও খবর, মানিক ভট্টাচার্যর নামে লুক আউট নোটিস জারি করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ