Acid attack : মাধ্যমিক পরীক্ষার্থী উপর অ্যাসিড হামলা

Acid attack : মাধ্যমিক পরীক্ষার্থী উপর অ্যাসিড হামলা

দিকে দিকে বেড়েই চলেছে নারী নির্যাতনের ঘটনা। এমনকি এই নির্যাতনের থেকে রক্ষা পেল না মাধ্যমিকের পরীক্ষার্থী। এবারে মাধ্যমিক পরীক্ষার্থী (Secondary Examiner) উপর অ্যাসিড হামলা (Acid attack) করল তার স্বামী। ছাত্রীর স্বামীর এই কাজের নিন্দায় সরব হয়েছে পুরো সমাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাসিড আক্রান্ত ছাত্রীর নাম হিরাবানু খাতুন। ওই মাধ্যমিক পরীক্ষার্থী বীরভূমের নলহাটি থানার অন্তর্গত গোপালপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামীর নাম রাজশ শেখর। সমস্ত ছাত্র-ছাত্রীরা যখন মাধ্যমিকের শেষ দিনে পরীক্ষা নিয়ে উৎসাহিত। সেই সময় ছাত্রী তার স্বামীর বর্বরতার শিকার হলো।

গত ২ বছর আগে এই মাধ্যমিক ছাত্রীর বিয়ে হয়। এমনকি এই দম্পতির তিন মাসের সন্তান রয়েছে। ছাত্রীর স্বামী কাজের সূত্র মুম্বাইয়ে চলে গিয়েছিল। তবে বিয়ের পরেও ওই ছাত্রী আটগ্রাম হাইস্কুলে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল।

এবার ওই ছাত্রী নলহাটি গার্লস হাই স্কুলে পরীক্ষা দিয়েছিল ওই পরীক্ষার্থী। তবে এরমধ্যে স্বামী বাড়ি ফিরে আসায় বারবার ছাত্রীকে জোর করছিল শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার জন্য। তবে ছাত্রী জানিয়েছিল পরীক্ষার না দিয়ে ফিরবে না। এই কারণে ছাত্রী যখন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। ঠিক তখনই আজ স্কুলের পাশের সেচ দফতরের ওই ছাত্রীর সঙ্গে স্বামীর বিবাদ বাঁধে। সেই বিবাদের জেরে ছাত্রীর স্বামী ছাত্রীকে অ্যাসিড ছুড়ে মারে।

যার ফলে আক্রান্ত হয় ওই পরীক্ষার্থী। এরপর স্থানীয় বাসিন্দারা ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার অভিযুক্ত স্বামীর শাস্তির দাবি জানিয়েছে।

এপ্রসঙ্গে ছাত্রীর পরিবার জানিয়েছেন, ‘আমার মেয়ে আমরা দেখেই বিয়ে দিয়েছিলাম। তার পরেও আমার মেয়েকে সন্দেহ করে অত্যাচার চালায়। তাই আমার মেয়ে সন্তান হওয়ার পর বাবার কাছ থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। যার ফলে আমার মেয়ের ওপর এভাবে আক্রমণ চালিয়েছে’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ