‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

'দু চারটে বুড়িমার চকোলেট বোম' ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

 

পুনরায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠলো তৃণমূল বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে। কেশিয়াড়ির নছিপুরের সভায় তৃণমূল কর্মীদের দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান দিলেন তিনি। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এইদিন দিলীপ ঘোষের পাল্টা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে৷ কেশিয়াড়ির নছিপুরের সভায় অজিত মাইতি বলেন, “সবাইকে একসঙ্গে রেখে আমরা এবারের নির্বাচন লড়বো এবং যারা কুকথা বলে তাদের এই নির্বাচনে উচিৎ শিক্ষা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়কে কেশিয়াড়ি উপহার দেবো।” বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “ওরা বলছে ডিসেম্বরে বড় ধামাকা দেবে। ধামাকা মানে হতে পারে CAA, হিন্দু মুসলমানের মধ্য ভাগাভাগি। আরও কিছু ধামাকা হতে পারে, পয়সা আছে তো বিজেপি পার্টির।” এরপরেই তিনি বলেন, “যদি ক্যা ক্যা করতে আসে, দু’চারটা বুড়িমার চকোলেট বোম ফেলবেন। সব ধামাকা উড়ে যাবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ