জঙ্গলমহলে নাশকতার আশঙ্কায় হাই এলার্ট, পুলিশ কর্মীদের ছুটি বাতিল, চলছে নাকা চেকিং

জঙ্গলমহলে নাশকতার আশঙ্কায় হাই এলার্ট, পুলিশ কর্মীদের ছুটি বাতিল, চলছে নাকা চেকিং

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে মাওবাদী নাশকতার আশঙ্কার সতর্কবার্তা মেলায় আগামী ১৫ দিনের জন্য জঙ্গলমহলের সমস্ত থানায় জারি করা হয়েছে হাই এলার্ট। সেই সঙ্গে সমস্ত পুলিশ কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে।

সূত্রের খবর, কেন্দ্রীয় সংস্থার তরফে আগামী ১৫ দিনের মধ্যে জঙ্গলমহল এলাকায় মাওবাদী নাশকতামূলক ঘটনার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গত ৮ তারিখ মাওবাদীদের ডাকা বনধ এবং তার পরে লান্ডমাইন উদ্ধারের ঘটনার পরেই গোয়েন্দা তৎপরতা বেড়েছিল। তারপরেই নির্দিষ্ট সতর্কবার্তা। ইতিমধ্যে জঙ্গলমহলের সমস্ত থানার পুলিশ কর্মীদের ছুটি বাতিল হয়েছে। সেই সঙ্গে ছুটিতে থাকা কর্মীদের অবিলম্বে থানায় যোগ দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:  Jhargram: ‘বীরসার জন্মদিবসে ছুটি’, ছ’টি মূর্তি উন্মোচন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

হাই এলার্ট জারি করার পাশাপাশি বিভিন্ন এলাকায় সার্চ অপারেশন ও নাকা চেকিং শুরু হয়েছে। বিশেষতঃ আন্তঃরাজ্য সীমান্ত গুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ