শিয়রে মাওবাদী আতঙ্ক, ঝাড়গ্রামে সন্ধ্যের পরেই তালা তৃণমূলের পার্টি অফিসে

শিয়রে মাওবাদী আতঙ্ক, ঝাড়গ্রামে সন্ধ্যের পরেই তালা তৃণমূলের পার্টি অফিসে

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে নাশকতার আশঙ্কায় সতর্কতার বার্তা দেওয়া হয়েছে জঙ্গলমহলের জেলাগুলিতে। ফলে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। জঙ্গলমহলের থানাগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। ছুটি বাতিল হয়েছে পুলিশ কর্মীদের। রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক হচ্ছে জেলার কর্তাদের। তারই মাঝে জনমানসেও ছড়াচ্ছে মাওবাদী আতঙ্ক। সন্ধ্যা নামার সাথে সাথে ঝাড়গ্রাম শহরে তালা বন্ধ হচ্ছে শাসক দল তৃণমূলের পার্টি অফিস।

জানা গিয়েছে, নাশকতার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি হওয়ার পরই প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে রাজনৈতিক দলগুলিকে। সেই কারণেই সতর্কতা হিসেবে সন্ধ্যায় আগাম পার্টি অফিসে তালা ঝোলাচ্ছেন তৃণমূল কর্মীরা। এমনকি দলীয় নির্দেশ রয়েছে সন্ধ্যা ৬ টার পরে জেলার কোন কর্মসূচি না রাখার বিষয়েও। সেই সঙ্গে ঝাড়গ্রাম পুর এলাকার একটি পার্টি অফিস বন্ধও রাখা হয়েছে। নেতাদের পার্টি অফিসে গতিবিধিও অনেকটাই নিয়ন্ত্রিত। প্রশাসনের তরফে নজরদারি চালাতে শালবনি থানার জঙ্গলের একাধিক জায়গায় বসানো হয়েছে সিসিটিভি।

আরও পড়ুন:  Jhargram: “আমাদের টাকা ফিরিয়ে দাও নাহলে জিএসটি বন্ধ করে দাও”, হুঙ্কার মমতার

গত কয়েক মাসে জঙ্গলমহলের জেলাগুলোতে মাওবাদী কার্যকলাপ ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ পেয়েছে। একাধিকবার বিভিন্ন এলাকায় উদ্ধার হয়েছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। সেই সঙ্গে গত ৮ ই এপ্রিল মাওবাদীদের ডাকা বনধে প্রভাব পরিলক্ষিত হয়েছে ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলে। বনধের আগে শালবনির জঙ্গলে মিলেছে ল্যান্ডমাইন। সবমিলিয়ে জঙ্গলমহল জুড়ে ফের প্রভাব বাড়াচ্ছে মাও-আতঙ্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ