করোনার অতিমারির রেশ কিছুটা কাটিয়ে বাঙালি মেতে উঠেছে বীণাপানির আরাধনায়। শনীবার বাগদেবীর বন্দনার পর রবিবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার চ্যামিটাড়া গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছিল জীবন্ত বারোয়ারীর।
- Advertisement -
পুরাণ-রামায়ন-মহাভারতের নানান চরিত্র সহ এই জীবন্ত বারোয়ারীতে দেখা গেল বর্তমান সময়ের কিছু বাস্তব চিত্র। লক্ষী-সরস্বতী থেকে হালফিলে আল্ট্রা মডার্ণ কলেজ স্টুডেন্ট, সীতার জন্ম থেকে মহীয়সী নারী, মাতাল থেকে পাগল, অনবদ্য সৃজনশীল ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে জীবন্ত মডেলদের মাধ্যমে।
- Advertisement -
চ্যামিটাড়া যুব শক্তি সংঘের সরস্বতী পূজাকে কেন্দ্র করে এই জীবন্ত বারোয়ারীর উদ্যোগ এলাকাবাসীদের কাছে মনগ্রাহী হয়ে উঠেছে। একদিকে বর্তমান প্রজন্ম যেমন ভারতীয় সনতনী ভাবধারার নানান চরিত্রের সঙ্গে পরিচয় করতে পারছে ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ের আলোচিত বিষয়গুলোর চারিত্রিক ভালোমন্দ নিজেদের চোখের সামনে দেখার সুযোগ হয়ে উঠেছে।আর ক্ষুদে শিল্পীরা তাদের শৈল্পিক ভাবনা বাস্তবায়নের সুযোগ পাচ্ছে।
- Advertisement -
এই জীবন্ত বারোয়ারীকে কেন্দ্র করে এলাকাবাসীদের উৎসাহ চোখে পড়ার মতো। শুধুমাত্র চ্যামিটাড়া নয়, এই জীবন্ত বারোয়ারী দেখতে অন্যান্য এলাকা থেকেও জনসমাগম ঘটে চ্যামিটাড়া গ্রামে। রবিবার ছিল জীবন্ত বারোয়ারীর প্রথম দিন, আগামী কাল অর্থাৎ সোমবার ও থাকছে এই বারোয়ারীর আয়োজন।