Nandigram: নন্দীগ্রামে সিবিআই! তিন তৃণমূল নেতার খোঁজে তল্লাশি

Nandigram: নন্দীগ্রামে সিবিআই! তিন তৃণমূল নেতার খোঁজে তল্লাশি

ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত তিনজন তৃণমূল নেতার সন্ধানে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে হানা দিল সিবিআই এর দল। বৃহস্পতিবার সকালে তিন তৃণমূল নেতা আবু তাহের, সেখ খুসনবি এবং সেখ আমানুল্লার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

আরও পড়ুন:  Mahishadal: শুধু গড়কমলপুর গ্রামের ছাত্রীরাই ভর্তি হতে পারবে গয়েশ্বরী গার্লস হাই স্কুলে, নোটিস নিয়ে বিতর্ক

আদালতের নির্দেশে রাজ্যবিধানসভা ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত ভার বর্তেছে সিবিআই এর উপর। জিজ্ঞাসাবাদের জন্য নন্দীগ্রামের অভিযুক্ত তিন তৃণমূল নেতাকে নোটিস দিয়ে দিন কয়েক আগে সিবিআই-এর হলদিয়ার অস্থায়ী দফতরে তলব করা হয়েছিল। কিন্তু তাঁরা হাজিরা দেননি। এরপরেই আদালতের নির্দেশে তাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এইদিন তাঁদের খোঁজেই নন্দীগ্রামে হাজির হয়ে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। তল্লাশি চলে তাঁদের বাড়িতেও। কিন্তু সিবিআই তাঁদের সন্ধান পায়নি বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ