Joynagar Murder : জয়নগরে তৃণমূল নেতা খুনে আটক ৫ জন

Joynagar Murder : জয়নগরে তৃণমূল নেতা খুনে আটক ৫ জন

জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় ৫ জনকে আটক করলো পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত আনিসুর লস্কর। মৃতের পরিবারের তরফে দায়ের করা অভিযোগে ধৃতের নাম রয়েছে বলে জানা গিয়েছে। ধৃত আনিসুর জয়নগরের দলুয়াখাকির বাসিন্দা এবং এলাকায় সিপিএম কর্মী হিসাবে পরিচিত।

দলুয়াখাকির বাসিন্দা আনিসুর লস্করকে নদীয়ার হরিণঘাটা থেকে আটক করে পুলিশ। ধৃত অন্যান্য ৪ জনের পরিচয় এখনও জানা যায়নি। আনিরুর খুনের ঘটনার মূলচক্রী বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মোতালেফ নামে চালতাবেড়িয়ার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে থেকে জয়নগরকাণ্ডে ধৃত শাহরুল শেখ খুন হওয়া তৃণমূল নেতার গতিবিধির উপর নজর রেখেছিল।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 1/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

সোমবার সকালে বামনগাছি পঞ্চায়েতের বাঙালবুড়ির মোড়ে নমাজ পড়তে যাওয়ার সময় খুন হন সইফুদ্দিন। পালাতে গিয়ে ২ জন দুষ্কৃতি ধরা পড়ে। একজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের বক্তব্য। এরপরে দলুয়াখাকিতে বাম নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো এবং আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় ১৫টি বাড়ি ও দোকান ভস্মীভূত হয়েছে।

আরও পড়ুন:  বাংলায় এগিয়ে কারা? রহস্য লুকিয়ে ১৬ আসনে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ