“কলেজটা পড়াশোনার জায়গা, রাজনীতির জায়গা নয়”, ঘাটাল কলেজে তাৎপর্যপূর্ণ বার্তা সাংসদ দেবের

"কলেজটা পড়াশোনার জায়গা, রাজনীতির জায়গা নয়", ঘাটাল কলেজে তাৎপর্যপূর্ণ বার্তা সাংসদ দেবের

বহুকাল ধরেই শিক্ষাঙ্গনে রাজনৈতিক কার্যকলাপ নিয়ে বিভিন্ন তর্ক হয়ে এসেছে। সাম্প্রতিক কালে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে শিক্ষাঙ্গনের রাজনীতি করনের দাবিও উঠেছে। বৃহস্পতিবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের অভিনেতা সাংসদ দীপক অধিকারী তথা দেব। স্পষ্ট জানালেন, কলেজটা পড়াশোনার জায়গা, রাজনীতির জায়গা নয়।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

ঘাটাল কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, “কলেজটা পড়াশোনার জায়গা, রাজনীতির জায়গা নয়! আমি চাই, কলেজে রাজনীতি কম, পড়াশোনাটা বেশি হোক। বন্ধুত্ব অটুট থাকুক, মনুষ্যত্ব বেঁচে থাকুক।” তাঁর আরও বার্তা, “আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নই, যেখানে কেউ অন্য রাজনৈতিক দলকে সমর্থন করলে তার সঙ্গে সম্পর্ক রাখা যাবেনা।” এইদিন ঘাটালে আরও একাধিক কর্মসূচিতে যোগ দেন সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ