Garbeta: সিপিএম-এর অঞ্চল কমিটির বিক্ষোভ মিছিল ও গণডেপুটেশন, ১৪ দফা দাবি পেশ বিডিও-র কাছে

Garbeta: সিপিএম-এর অঞ্চল কমিটির বিক্ষোভ মিছিল ও গণডেপুটেশন, ১৪ দফা দাবি পেশ বিডিও-র কাছে

সিপিএম-এর হুমগড় ও গোয়ালতোড় অঞ্চল কমিটির উদ্যোগে গড়বেতা ২ নং ব্লকের ১০টি অঞ্চলের মানুষদের একাধিক সমস্যা সমাধানের দাবিতে হল বিক্ষোভ মিছিল। মিছিলের শেষে ১৪ দফা দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেওয়া হয় বিডিও-র কাছে।

গণ ডেপুটেশনে একাধিক দাবি জানানো হয়। দ্রুত দরিদ্রদের বাড়ি, ১০০ দিনের কাজের টাকা মেটানো, রাজ্য সরকারের প্রত্যেক কৃষকের কাছে ৪৫ কুইন্টাল করে ধান ক্রয়, গোয়ালতোড়ে বিদ্যুৎ দফতরের অফিস, বিদ্যুৎ মাশুল কমানো ও মাস ভিত্তিক বিল প্রদান, জোগারডাঙ্গা হুমগড়ের সংযোগে রামচন্দ্র ঘাটে শিলাবতী নদীর উপর ক্রংকিটের ব্রিজ, গোয়ালতোড়ে বাড়িতে পানীয় জল দেওয়ার প্রকল্প, গোয়ালতোড় সনকা স্টেডিয়ামের প্রাচীর ও গ্যালারি নির্মাণ, হুমগড় থেকে আমলাশুলি রাস্তার পাশে ড্রেন, কাকদহ মৌজায় বেআইনি বালি উত্তোলন বন্ধ, মাকলি থেকে কোমরপুর রাস্তায় বৈতাল খালের উপর কংক্রিটের ব্রিজ এবং দুলিয়া মৌজায় সরকারের খাস জমি ভূমিহীনদের বিলির দাবি জানানো হয়েছে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ