তদন্তকে স্বাগত মহম্মদ সেলিম ও তন্ময় ভট্টাচার্যর, সম্পত্তি বৃদ্ধি মামলায় সময় চাইলেন বিজেপি নেতারা

তদন্তকে স্বাগত মহম্মদ সেলিম ও তন্ময় ভট্টাচার্যর, সম্পত্তি বৃদ্ধি মামলায় সময় চাইলেন বিজেপি নেতারা

কলকাতা হাইকোর্টে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গতিহীন সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় দুই সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ও তন্ময় ভট্টাচার্য অবিলম্বে যেকোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার তদন্তকে স্বাগত জানিয়েছেন। মামলার শুনানিতে আইনজীবীদের মাধ্যমে তা জানান তাঁরা। অন্যদিকে বিজেপি নেতারা সময় চেয়েছেন।

তৃণমূল নেতা এবং মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির একটি তালিকা প্রকাশ করে তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। এরপরেই আদালতে তৃণমূলের তরফে বিরোধী দলগুলির নেতা নেত্রীদের একটি তালিকা জমা দেওয়া হয়। তালিকায় ছিলেন রাজ্যের ১৭ জন রাজনৈতিক নেতা নেত্রী। তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, মহম্মদ সেলিম, আব্দুল মান্নান, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য, দিব্যেন্দু অধিকারী প্রমুখরা।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

মঙ্গলবার সেই জনস্বার্থ মামলার শুনানিতে দুই সিপিএম নেতা মহম্মদ সেলিম ও তন্ময় ভট্টাচার্য আদালতে উপস্থিত ছিলেন। নিজেদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং শামিম আহমেদের মাধ্যমে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার তদন্তের জন্য হাইকোর্টে আবেদন জানান। সেই জন্যে হাইকোর্টে তাঁদের বক্তব্য, যেকোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তে তাঁদের কোনো আপত্তি নেই। প্রাক্তন জনপ্রতিনিধি হিসাবে এটা তাঁদের জনগনের প্রতি কর্তব্য।

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ