চন্দ্রকোনায় বিপজ্জনক স্কুল, ভেঙে পড়ছে ছাদের চাঙড়

চন্দ্রকোনায় বিপজ্জনক স্কুল, ভেঙে পড়ছে ছাদের চাঙড়

করোনা আবহের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। সম্প্রতি খুলেছে রাজ্যের স্কুল গুলি। কিন্তু স্কুল খোলার পরেই আতংক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের কালাকড়িঘাট প্রাথমিক বিদ্যালয়ে। কারণ স্কুলের বেহাল দশা।

জানা গিয়েছে, প্রায় দুই বছর প্রায় বিনা রক্ষণাবেক্ষনে থাকার পরে খুলেছে স্কুল। কিন্তু বেহাল দশা হয়েছে স্কুলের। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত কালাকড়ি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুম থেকে অফিস রুম, স্কুলের বারান্দা সর্বত্র চাঙড় ভেঙে পড়ছে। ঢালাইয়ের লোহার রড বেরিয়ে এসেছে। খারাপ অবস্থা অফিস রুম, মিড ডে মিলের ঘর ও ক্লাস রুমের। অন্য তিনটি ছোট রুমের অবস্থা ভালো হওয়ায় সেখানেই কোনমতে একসাথে চলছে ক্লাস। কারণ যখন তখন স্কুলের চাঙড় ভেঙে পড়ছে। স্কুলের শিক্ষাকর্মী ও শিক্ষকদের অভিযোগ এই পরিবেশে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ