প্রায় দুই বছর প্রতীক্ষা শেষে স্কুল হলো খোলা সাজিয়ে গুছিয়ে,কচি মন ফিরলো পাড়ার শিক্ষালয় থেকে,গড়বেতায় মিড ডে মিলের সাথী হলেন এস – আই ও

প্রায় দুই বছর প্রতীক্ষা শেষে স্কুল হলো খোলা সাজিয়ে গুছিয়ে,কচি মন ফিরলো পাড়ার শিক্ষালয় থেকে,গড়বেতায় মিড ডে মিলের সাথী হলেন এস - আই ও

প্রায় দুই বছর প্রতীক্ষা শেষে স্কুল হলো খোলা সাজিয়ে গুছিয়ে,কচি মন ফিরলো পাড়ার শিক্ষালয় থেকে,গড়বেতায় মিড ডে মিলের সাথী হলেন এস – আই ও

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার আমলাগোড়া চক্রের রেউদি প্রাথমিক বিদ্যালয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে নতুন করে শুরু হলো পঠন পাঠন।দীর্ঘ ছুটির পর স্কুলে ফিরলো শিক্ষার্থীরা।উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।

আরও পড়ুন:  রক্তাক্ত কেশপুর! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি, উড়লো তৃণমূল কর্মীর হাত

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন, ওদের সাথী হতে আজ হাজির হয়ে ছিলেন আমলাগোড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্ণব চৌধুরী সহ শিক্ষা বন্ধুরা। মিড ডে মিল কচি কাঁচাদের সঙ্গে মেঝেতে বসেই সারলেন অর্ণববাবুও।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

সঙ্গে আমার ছাত্র ছাত্রীদের সঙ্গে পরিচয় করলেন।আগামীদিনে তারা কি হতে চাই তাও তাদের কাছেই শুনলেন।নিলেন ক্লাসও।বহু দিন পর ওদের চোখে মুখে আনন্দ চোখে দেখার মতো।

ঘর বন্দী জীবন থেকে মুক্ত বিহঙ্গে হারিয়ে যাওয়ার আনন্দের ভাগ বসালাম আমরা শিক্ষকেরাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ