বকেয়া ডিএ ও শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবি, পথে নামলো ২৯টি সরকারি কর্মচারী সংগঠনের ঐক্য মঞ্চ

বকেয়া ডিএ ও শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবি, পথে নামলো ২৯টি সরকারি কর্মচারী সংগঠনের ঐক্য মঞ্চ

হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা (ডিএ) মিটিয়ে দেওয়ার দাবিতে এবং দীর্ঘদিন ধরে খালি থাকা শূন্যপদে অবিলম্বে স্বচ্ছ নিয়োগের দাবিতে পথে নামলেন রাজ্যের শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সহ মোট ২৯টি সরকারি কর্মচারী সংগঠনের সংগ্রামী ঐক্যমঞ্চ।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে। তিন মাস সময়সীমা পূর্ণ হওয়ার ১০ দিন আগে হাইকোর্টে ঐ রায় রিভিউয়ের আবেদন করে রাজ্য সরকার। ইতিমধ্যে তা নিয়ে আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে। এবার বকেয়া ডিএ ও শূন্যপদে নিয়োগের দাবিতে পথে নামলো একাধিক সরকারি কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠন মিলিয়ে মোট ২৯টি সংগঠন।

শনিবার সরকারি কর্মচারী সংগঠনগুলির ঐক্যমঞ্চ সংগ্রামী ঐক্যমঞ্চের ডাকে সুবোধ মল্লিক স্কোয়ারে সমাবেশ হয় এবং সেখান থেকে বেলা ১২ টা নাগাদ শুরু সংগঠিত বিক্ষোভ মিছিল। সেই মিছিল ধর্মতলার রানি রাসমণি রোড পর্যন্ত গিয়ে সেখানে দীর্ঘ সময় অবস্থান বিক্ষোভ চালাবে। সংগঠনগুলোর তরফে দাবি করা হয়েছে, যতক্ষণ না মুখ্যমন্ত্রী তাঁদের দাবি সম্বলিত ডেপুটেশন গ্রহণ করেন ততক্ষণ বিক্ষোভ সমাবেশ চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ