Medinipur: রেলের নকল সফটওয়্যার ব্যবহার করে টিকিট কাটার অভিযোগ, ট্যুর ট্রাভেলসের অফিসে তল্লাশি আরপিএফ-এর

Medinipur: রেলের নকল সফটওয়্যার ব্যবহার করে টিকিট কাটার অভিযোগ, ট্যুর ট্রাভেলসের অফিসে তল্লাশি আরপিএফ-এর

রেলের নকল সফটওয়্যার ব্যবহারের অভিযোগ পেয়ে সোমবার মেদিনীপুর স্টেশন রোডের একটি ট্যুর ও ট্রাভেলস সংস্থার অফিসে যৌথ ভাবে হানা দিল মেদিনীপুর থানা ও মেদিনীপুর আরপিএফ পোস্টের আধিকারিকরা। নকল সফটওয়্যার, কম্পিউটার ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷

সোমবার মেদিনীপুর থানা ও মেদিনীপুর আরপিএফ পোস্টের আধিকারিকরা যৌথ ভাবে মেদিনীপুর স্টেশন রোডের দেব দর্শন ট্যুর ও ট্রাভেলস এর অফিসে রেড করেন। নকল সফটওয়্যার ও আইডি ব্যবহার করে ই টিকিট বিক্রির অভিযোগে সোনু মাইতি নামসবং এর বাদিন্দা এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অফিসটি সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে, ৫৫১৩ টাকা মূল্যের তিনটি নতুন ই-টিকিট, ১৩৮০৪৯ টাকা মূল্যের পুরাতন ই-টিকিট, নগদ ৩ হাজার টাকা, দুটি মনিটর, দুটি সিপিইউ, তিনটি স্মার্ট ফোনবন্ধ করা হয়েছে ৮টি ব্যক্তিগত ও ১টি এজেন্ট আইডি। আটক যুবককে মঙ্গলবার আদালতে পেশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ