BRAKING NEWS

Sabang : দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন মন্ত্রী মানস ভূঁইয়ার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রবিবার সবং ব্লকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করলেন সবংয়ের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানস ভূঁইয়া।

এইদিন নারায়ণবাড় অঞ্চলে কল্যানপুর গ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন মন্ত্রী৷ নারায়ণবাড় হাই স্কুলে গিয়ে সেখানের ছাত্রাবাসে ছাত্রদের সঙ্গে দেখা করেন তিনি। শোনেন তাদের অভাব অভিযোগ৷ সেখানে প্রয়োজনীয় লাইটের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। এরপর কাপাসদা গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারেন মন্ত্রী। অনেক স্থানীয় অসুস্থ লোকজন তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন৷ ডাক্তার হিসেবে তাদের প্রেসক্রিপশনও দেন। গ্রাম পঞ্চায়েতে গিয়ে কর্মচারী এবং পঞ্চায়েত সদস্যদের সঙ্গেও কথা বলেন মানস ভূঁইয়া।

কুঁন্দ্রা গ্রামে একটি সভায় যোগ দিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন মানসবাবু৷ তাঁর অভিযোগ, “যারা ১০০ দিনের কাজে গরিবের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা না দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করছে, তাদের দোসর হয়ে সিপিএম কংগ্রেস সমর্থন করছে।” মানুষের বাড়িতে বাড়িতে দলীয় কর্মীদের যাওয়ার নিদান দেন তিনি৷ গ্রামে কর্মীদের সঙ্গে মিলিত হয়ে পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনার পর কর্মীদের সঙ্গে নৈশভোজ করেন। এইদিনের কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবুল কালাম বক্স, জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ ভূঁইয়া, কর্মাধ্যক্ষ তরুন মিশ্র, বিধায়ক প্রতিনিধি বাদল বেরা প্রমুখরা।

Leave a Reply