Paschim Medinipur : কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা কেশিয়াড়িতে

Paschim Medinipur : কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা কেশিয়াড়িতে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে প্রতিবাদ সভা পালন করলো কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেস। বকেয়া ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকার দাবিও তোলা হয় সভায়।

রাজ্যের শাসক দলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বকেয়া ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সহ মোট ১০৬টি কেন্দ্রীয় প্রকল্পের অর্থ দিচ্ছে না। আরও অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার প্রতিবাদ করাতেই সিবিআই ও বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি তথা নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের নৈরাজ্য ও স্বৈরাচারী নীতির মাধ্যমে বিভিন্ন কাজ করছে যেগুলি সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।

আরও পড়ুন:  Medinipur : মহিশা গ্রামের মনসা মেলা, জানুন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলার ইতিবৃত্ত

রবিবার কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে কেশিয়াড়ি ব্লক তৃণমূলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু প্রমুখরা৷

আরও পড়ুন:  Elephant Attack : খুনে হাতির আতঙ্ক মেদিনীপুর ও ঝাড়গ্রামে, সোমবার জখম দুই জন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ