Medinipur : তৃণমূলের দিল্লি অভিযানকে কটাক্ষ দিলীপের, গান্ধী মূর্তিতে দিলেন মালা

Medinipur : তৃণমূলের দিল্লি অভিযানকে কটাক্ষ দিলীপের, গান্ধী মূর্তিতে দিলেন মালা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে মেদিনীপুরের মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানালেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এরপরে তৃণমূলের দিল্লি অভিযানকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি।

দিলীপ বলেন, “তৃণমূলের কর্মীরা এমনিতে কাশি, অযোধ্যা যেতে পারবেন না। দিল্লি গেছেন থাকুন। ছবি তুলুন। উত্তরপ্রদেশ ঘুরতে যান, গিয়ে দেখুন কেমন হাইওয়ে তৈরি হয়েছে। তৃণমূলের কর্মীরা টাকা নিয়ে যে পাপ করেছেন, একটু অযোধ্যা গিয়ে পাপ মুক্ত হয়ে আসবেন। কাশি, বিশ্বনাথেও যান। গিয়ে মন্দির দর্শন করে আসুন।”

আরও পড়ুন:  Abhishek Banerjee : অভিষেক রাজঘাট ছাড়া, ফোন হারালেন শান্তনু, জুতো খোয়ালেন সুজিত

দিলীপের কটাক্ষ, “আবাস যোজনার টাকা চুরি করে দিল্লি গিয়ে আবাস যোজনার টাকা চাওয়া হচ্ছে, কেমন নাটক দেখুন। আবাস যোজনার টাকা চুরি করে সেই টাকা তে ভলভো বাস করে দিল্লি যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে মাটির বাড়ি ভেঙে বাচ্চারা মারা যাচ্ছে। কেন্দ্রের থেকে টাকা আসছে, কিন্তু বাড়ি তৈরি হচ্ছে না। অথচ এখানে একটাও মাটির বাড়ি থাকার কথা নয়।”

আরও পড়ুন:  Abhishek Banerjee : ফের ইডি-র তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

তিনি আরও বলেন, “তৃণমূলের নেতারা যেসব বাড়িতে থাকেন, সেগুলো কোটি কোটি টাকার। এগুলো কার টাকায় হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আট-দশ কোটি টাকার বাড়িতে কী করে থাকেন? এটা কার পয়সায় হয়েছে? এরা নিজেরা বাড়ি করছেন, কিন্তু দেশের জন্য কি করেছেন?”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ