BRAKING NEWS

Paschim Medinipur Primary Education : জেলাশাসক হচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারপার্সন হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি। বুধবার নবান্ন থেকে স্কুল শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, জেলা শিক্ষা সাংসদের চেয়ারম্যান পদ থেকে মাস সাতেক আগে সরিয়ে দেওয়া হয় কৃষ্ণেন্দু বিষোইকে। এরপর পশ্চিম মেদিনীপুর ডিআই (প্রাথমিক শিক্ষা) ইনচার্জ হিসেবে জেলা শিক্ষা সাংসদের চেয়ারপার্সনের দায়িত্ব পান৷

Elephant Death : জমিতে তার জড়ানো হস্তিশাবকের দেহের ছবি সমাজমাধ্যমে, মৃত্যু ঘিরে সাঁকরাইলে রহস্য

এবার প্রশাসক হিসেবে জেলা শিক্ষা সাংসদের চেয়ারপার্সন করা হল জেলাশাসককে। তাৎপর্যপূর্ণ ভাবে শূণ্যই রইলো চেয়ারম্যান পদ।