Medinipur Trade Fair : শিল্পের প্রসারে ‘দুয়ারে MSME’ চাইলেন বেঙ্গল চেম্বারসের ডিরেক্টর

Medinipur Trade Fair : শিল্পের প্রসারে 'দুয়ারে MSME' চাইলেন বেঙ্গল চেম্বারসের ডিরেক্টর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বিশ্ব বাংলা বানিজ্য সম্মেলনের আগে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের জন্য ‘দুয়ারে MSME’ প্রকল্পের পক্ষে সওয়াল করলেন বেঙ্গল চেম্বারসের ডিরেক্টর সুপ্রিয় ঘোষ। মেদিনীপুর ট্রেড ফেয়ারের সাংবাদিক সম্মেলনে এসে শিল্পের প্রসারের জন্য দুয়ারে সরকারের ধাঁচে ‘দুয়ারে MSME’ প্রকল্প গড়ে তোলার বিষয়ে মন্তব্য করেন তিনি।

দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে জনগণের সুবিধার্থে সমস্ত সরকারি প্রকল্পের পরিষেবা এক ছাতার তলায় এনেছে রাজ্য সরকার। এই প্রকল্পের ক্যাম্পে যেকোন সরকারি প্রকল্পে আবেদন করা যায়। তেমনই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ও শিল্পপতিদের উৎসাহিত করতে দুয়ারে MSME জাতীয় প্রকল্প প্রয়োজন বলে মনে করেন বেঙ্গল চেম্বারসের ডিরেক্টর সুপ্রিয় ঘোষ। তিনি বলেন, সরকারি ভাবে একবার এমএসএমই অর্থাৎ মাইক্রো মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রেনারদের নিয়ে দুয়ারে সরকারের ধাচে কর্মসূচি হলেও সেটা বারবার হয়নি। অন্যদিকে শিল্প উদ্যোগের ক্ষেত্রে সরকারি কর্মসূচি একদম তৃণমূল স্তরে পুরোপুরি পৌছাচ্ছে না। তাই শিল্প উদ্যোগীদের সুবিধার্থে ও তাঁদের সমস্যার সমাধানে বারবার দুয়ারে এমএসএমই জাতীয় কর্মসূচি নেওয়া উচিত। তিনি এই বিষয়ে সরকারকে প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

আগামী ১৪ থেকে ১৮ ডিসেম্বর খড়গপুর কলেজ মাঠে বেঙ্গল চেম্বারসের উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের জন্য এএসএমই ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২১শে নভেম্বর থেকে রাজ্য সরকারের উদ্যোগে নিউটাউনে শুরু হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ