Elephant:ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যু তিন! গুরুতর জখম দু’জন

Elephant:ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যু তিন! গুরুতর জখম দু'জন

বুধবার রাতে হাতির হামলায় এক মহিলা সহ তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর ভাবে আহত আরো দু’জন। আহতদের চিকিৎসা চলছে ঝাড়গ্রাম হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহর লাগোয়া এলাকায়।

বেশ কিছুদিন ধরেই ঝাড়গ্রাম জেলার শহর লাগোয়া এলাকায় হাতির দল রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই দলের থেকে কোন ভাবে বিচ্ছিন্ন হয়ে একটি শাবক-সহ দুটি হাতি এলাকায় প্রবেশ করে। সাইকেলে করে বাড়ি ফেরার সময় শাবক সহ হাতির সামনে পড়ে যায় তিন জন। কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করে তাদের উপর। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু-জনকে মৃত বলে ঘোষণা করে। তারপর বেনাগেড়িয়াতে হামলা চালায়। সেখানেও একজন আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাতির হামলায় যে তিন জনের মৃত্যু হয়েছে, তাদের নাম হলো ভূষণ মাহাত (২৫), রামেশ্বর বাস্কে(৬৫) এবং দেবি মণ্ডল( ৪৫)। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে সৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম শহর লাগোয়া এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ