BRAKING NEWS

Elephant Ramlal : অবাক জলপান! গরমের চোটে গৃহস্থের উঠানে এসে তৃষ্ণা নিবারণ রামলালের

Elephant Ramlal : অবাক জলপান! গরমের চোটে গৃহস্থের উঠানে এসে তৃষ্ণা নিবারণ রামলালের, GNE BANGLA

দুষ্টু হাতিদের শায়েস্তা করতে ব্যবস্থা নিতে চলেছে বন দফতর। কিন্তু জঙ্গলমহলের প্রিয় রামলালের ক্ষেত্রে দুষ্টু বদনাম বোধহয় খাটে না। শান্ত স্বভাবের হাতিটি জঙ্গলমহলের পথে ঘাটে অনেক অর্বাচীনের অনেক অত্যাচার সহ্য করেও শান্তই থাকে। তবে রবিবার তার সহ্যের সীমা অতিক্রান্ত হল। তীব্র গরমে অতিষ্ট হয়ে রামলাল হাজির হল গৃহস্থের উঠানে৷ সেখানেই সাবমারসিবলের জলে তৃষ্ণা মেটালো সে।

Train Cancel : ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু যাবে না পুরো পথ, বাতিল বেশ কয়েকটি ট্রেন

রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বীটের অরুনডিহি এলাকার। তীব্র গরমে কাজু জঙ্গল থেকে বের হয়ে রামলাল হাজির হয় গৃহস্থের উঠোনে। গৃহস্থ বুঝতে পেরে চালিয়ে দেন সাবমারসেবল। ১০-১৫ মিনিট ধরে জল খেয়ে তৃষ্ণা নিবারণ করে রামলাল। তারপর বাগানের কলাগাছ ভেঙে খেয়ে কিঞ্চিৎ জলখাবারও খায়। একটি বালতি থেকে জল নিয়ে গায়ে ছিটিয়ে দেহ শীতল করে সে পুনরায় চলে যায় পার্শ্ববর্তী কাজু জঙ্গলে। এই দিনও কারও ক্ষতি করেনি জঙ্গলমহলবাসীর প্রিয় হাতি রামলাল।

Medinipur : এবার কি বন্ধ হবে সরকারি স্কুল! জেলায় ৬০১টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ এর কম, ঝাড়গ্রামে ৪৭৯টি