BRAKING NEWS

Jhargram : পুলিশকে সিসিটিভি প্রদান গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির, নিরাপত্তা জোরদারে উদ্যোগ

Jhargram : পুলিশকে সিসিটিভি প্রদান গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির, নিরাপত্তা জোরদারে উদ্যোগ, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের নিরাপত্তা আরও দৃঢ় ও সুনিশ্চিত করতে গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির তরফে পুলিশের হাতে তুলে দেওয়া হল তিনটি সিসি ক্যামেরা। সেগুলি গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়ে লাগানো হবে বলে জানা গিয়েছে।

আন্তঃরাজ্য সীমান্ত লাগোয়া এই জেলার গোপীবল্লভপুর বাজারে ব্যবসায়িক প্রয়োজনে ঝাড়খন্ড এবং ওড়িশা লোকজন প্রায়শই আসা যাওয়া করেন। ব্যবসায়িক কারণে ক্রমশ বাজারের বিস্তৃতি ও লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে সময়ের সঙ্গে৷ তাই এই অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন ব্যবসায়ীরা সেই কারণেই গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুক্রবার গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জীর হাতে তিনটি সিসি ক্যামেরা তুলে দেওয়া হয়। হাতিবাড়ি মোড়ে ক্যামেরাগুলি বসানো হলে তিন মাথার মোড়ে নজরদারি ও নিরাপত্তা আরও দৃঢ় হবে বলেই অভিমত ব্যবসায়ীদের। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে পুলিশের তরফে৷

Elephant Attack : ঝাড়গ্রামে দাঁতালের তান্ডব, ভাঙ্গলো বন দফতরের হাতি তাড়ানো গাড়ি