অবৈধ বালির লরির বিরুদ্ধে অভিযান, ফের আক্রান্ত সরকারি আধিকারিক

অবৈধ বালির লরির বিরুদ্ধে অভিযান, ফের আক্রান্ত সরকারি আধিকারিক

ওভারলোডেড বালি বোঝাই লরির বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হলেন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বিনপুর থানার শিলদা এলাকায়।

অবৈধ বালি বোঝাই লরির বিরুদ্ধে জেলায় চলছে অভিযান। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ বিনপুর থানার মাগুরা এলাকায় ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা অবৈধ বালি পাচার রুখতে চেকিং চালাচ্ছিলেন৷ সঙ্গে ছিলেন বিনপুর থাকার পুলিশ আধিকারিকরাও। সেই সময়ে একটি বালি বোঝাই লরি তীব্র গতিতে চেকিং না মেনেই বেড়িয়ে যায়। লরিটি ধাওয়া করেন কর্তব্যরত আধিকারিক ও পুলিশ কর্মীরা। শিলদা এলাকায় লরিটিকে ধরে ফেলেন তাঁরা। লরি ফেলে পালায় চালক। অভিযোগ, এর পরেই সমীর মুখোপাধ্যায় নামে এক যুবক গাড়িতে করে প্রায় জনা দশেক লোক সহ এসে আধিকারিকদের উপর চড়াও হয়। স্পেশাল রেভিনিউ অফিসার প্রণবেশ পুরকায়স্থকে বাঁশ হাতে হেনস্থা করা হয়ে বলে অভিযোগ। পুলিশ কর্মীরা অভিযুক্ত সমীরকে ধরে ফেললেও বাকিরা চম্পট দেয়।

আরও পড়ুন:  Netai: বীরবাহা হাঁসদার অপসারণ, শহীদ স্মৃতিরক্ষা কমিটির উপদেষ্টা পদে নেই বিধায়িকা

স্পেশাল রেভিনিউ অফিসার প্রণবেশ পুরকায়স্থ বিনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঝাড়গ্রাম থানা এলাকার বাসিন্দা সমীর মুখোপাধ্যায় নামে ধৃত যুবক বালি মাফিয়া বলে পরিচিত। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতকে ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ