School Holiday : স্কুলে ছুটির ফোয়ারা! তালিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের

images 2023 12 26t184310.577

বড়দিন ও নতুন বছরের উপহার একসাথে। সামনের বছর একাধিক ছুটি বৃদ্ধি স্কুলগুলিতে। মধ্যশিক্ষা পর্ষদ সেই ছুটির তালিকা প্রকাশ করেছে। আগামী শিক্ষাবর্ষে মধ্যশিক্ষা পর্ষদের অধীন স্কুলগুলিতে এই ছুটি থাকবে।

মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী ২০২৪ সালের শিক্ষাবর্ষে মোট ৬৫ দিন ছুটি থাকবে স্কুলগুলি। এবারে সরস্বতী পুজোয় দু’দিন ছুটি রয়েছে। সরস্বতী পুজো ১৪ ফেব্রুয়ারি। ঐদিন এবং তার আগের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি ছুটি থাকবে। দোলযাত্রাতে স্কুল ২৫ মার্চ ও ২৬ মার্চ – দু’দিন ছুটি থাকবে। গ্রীষ্মকালীন ছুটি থাকবে ১০ দিন। দুর্গাপূজা সহ একাধিক পুজো মিলিয়ে ছুটি থাকবে ২৫ দিন। পুজোয় সপ্তমী ১০ অক্টোবর, অষ্টমীনবমী ১১ অক্টোবর, দশমী ১২ অক্টোবর। মহালয়া ২ অক্টোবর।লক্ষ্মীপূজা ১৬ অক্টোবর, কালীপুজো ৩১ অক্টোবর।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 2/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

আরও পড়ুন:  নতুন রাজনীতি, গনতন্ত্র রক্ষার দায়িত্ব দেওয়া হোক এদের হাতেই

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ