New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও। ৫০ বছর ধরে দুর্গাপুজো করছে বাঙালিদের ইস্ট কোস্ট দুর্গাপুজো অ্যাসোসিয়েশন। রয়েছে নিউ ইয়র্ক পুজো অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। বিদেশের অনেক শহরের মত নিউ ইয়র্কেও দুর্গাপুজো দেশের থেকে একটু আলাদা৷ সবক্ষেত্রে পাঁজি মেনে পুজো করা সম্ভব হয়না। তাই পুজো হয় শনিবার ও রবিবার।

পুজোগুলির মধ্যে ৪০ বছর ধরে ফ্রাঙ্কলিন স্কোয়ারে ভি এফ ডব্লিউ হলে হয়ে আসা নিউ ইয়র্ক সর্বজনীনের দুর্গাপুজো কিছুটা পারিবারিক ধাঁচের। সন্ধ্যা আরতি, প্রসাদ বিতরণ সবই হয়। তবে নিউ ইয়র্ক কালী মন্দির ও বাংলাদেশ হিন্দু মন্দিরে পুজো অনেকাটাই রীতিনীতি মেনে। এখানে পুজো পাঁজি অনুযায়ী তিথি নক্ষত্র মেনে হয়। শিল্পীদের সঙ্গে সমবেত সকলে করেন ভক্তিগীতি৷ পুজো চলাকালীন মন্দির প্রাঙ্গণে কথা বলা যায় না।

আরও পড়ুন:  Shovabazar Rajbari Puja : শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ইতিহাস, ঐতিহ্য ও জাঁকজমকের মিশেল

শহরের সবচেয়ে বড় পুজোগুলির অন্যতম নিউ ইয়র্ক পূজা এসোসিয়েশনের দুর্গাপুজো। এখানেও সপ্তাহ শেষে পুজো হলেও পুজো হয় শুক্রবার, শনিবার ও রবিবার তিন দিন ধরে। স্থানীয় গুজরাটি সমাজ হলে অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক পূজা এসোসিয়েশনের দুর্গাপুজো। তিনদিনের মধ্যেই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পূজা শেষ করা হয়। এই পুজোর বাজেট ও বহর বেশ জমকালো কলকাতা থেকে শিল্পীরা এখানকার পুজোয়। এখানে অনুষ্ঠান পরিবেশন করেন তাঁরা। সপ্তাহান্তের পুজোর পর ফের অপেক্ষা চলে এক বছরের।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ