Paschim Medinipur : বৃষ্টিতে ভাঙলো বাড়ি, কপাল জোরে রক্ষা পরিবারের

Paschim Medinipur : বৃষ্টিতে ভাঙলো বাড়ি, কপাল জোরে রক্ষা পরিবারের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হয়ে চলেছে বৃষ্টি। চলতি সপ্তাহে বৃষ্টির ধারা বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে ডিভিসি বিগত দুই দিন ধরে জল ছাড়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায়৷ তারই মধ্যে দুর্ঘটনা। বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের শ্যামগঞ্জ গ্রামে ভেঙে পড়ল মাটির বাড়ি। যদিও কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Barrage : বিভিন্ন বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল, সতর্কতা পশ্চিম মেদিনীপুরে

জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের শ্যামগঞ্জ গ্রামের বাসিন্দা নূর মহম্মদ আলির ৩ তলা মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ কিন্তু পরিবারের লোকজন বিপদ বুঝে আগেই বের হয়ে আসায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। গৃহহীন পরিবারটি প্রাণে বাঁচলেও সমস্ত জিনিসপত্র আসবাব চাপা পড়েছে। ঘটনার পরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা৷ অভিযোগ, বাড়ির অবস্থা শোচনীয় হলেও আবাস যোজনায় বাড়ি মেলেনি। যদিও স্থানীয় পঞ্চায়েতের তরফে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ