জয় শ্রীরাম ও জয় বাংলা ধ্বনিতে মেদিনীপুরে দ্বিতীয় ওভার ব্রিজের উদ্বোধন দিলীপ ঘোষ ও জুন মালিয়ার

জয় শ্রীরাম ও জয় বাংলা ধ্বনিতে মেদিনীপুরে দ্বিতীয় ওভার ব্রিজের উদ্বোধন দিলীপ ঘোষ ও জুন মালিয়ার

অর্পণ ভট্টাচার্য্য,পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর স্টেশনে দ্বিতীয় ওভার ব্রিজের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ও মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। রেলের এই অনুষ্ঠানে দুই রাজনৈতিক দলের কর্মীরাও উপস্থিত ছিলেন মেদিনীপুর স্টেশনে।

সাংসদ ও বিধায়িকা যখন উদ্বোধন করতে আসেন, সেই সময় স্টেশন চত্বর জয় শ্রীরাম ও জয় বাংলা ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে। যদিও রেলের অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও স্লোগানের পুরো বিষয়টি এড়িয়ে মূলমঞ্চে ফিরে যান দিলীপ ঘোষ ও জুন মালিয়া।

আরও পড়ুন:  মেদিনীপুরে নৃত্য কর্মশালা, উদ্যোগে মল্লার মিউজিক কলেজ

মেদিনীপুরের তৃণমূল বিধায়িকা জুন মালিয়া বলেছেন, “রাজনৈতিক রং না দেখে উন্নয়ন করাটাই মূল লক্ষ্য।” সর্বোপরি তিনি খুশি দিলীপ বাবুর সঙ্গে তার প্রথম সাক্ষাৎকে কেন্দ্র করে। অন্যদিকে অনুষ্ঠান শেষে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “হয়তো মেদিনীপুরের মানুষ একটু অবাক হয়ে গেছেন এক দলের সাংসদ, আরেক দলের বিধায়িকা এক মঞ্চে বসে আছেন। এই ছবির পশ্চিম বাংলায় দেখা যায় না।” তবে তিনি মনে করেন, এই ছবির বারবার দেখা গেলে পশ্চিম বাংলার মানুষ উপকৃত হবেন। তিনি এও জানান, মেদিনীপুরের মানুষই আমাকে ভোট দিয়ে সাংসদ করেছেন, আবার মেদিনীপুরের মানুষই  জুন মালিয়া কে ভোট দিয়ে বিধায়িকা বানিয়েছেন। তাই দুজনের থেকেই মানুষ কাজ আসা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ