Jhargram: সেরার তালিকায় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, দেশের সেরা দার্জিলিং চিড়িয়াখানা

Jhargram: সেরার তালিকায় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, দেশের সেরা দার্জিলিং চিড়িয়াখানা

সেন্ট্রাল জু অথারিটির বিচারে সারা দেশের সেরা চিড়িয়াখানাগুলির তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। দেশের সেরা দার্জিলিং চিড়িয়াখানা পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক।

১৯৮০ সালে ঝাড়গ্রাম মিনি জু নামে ডিয়ার পার্ক গড়ে ওঠে। ২০০৫ সালে সেন্ট্রাল জু অথারিটির তত্ত্বাবধানে জুলজিক্যাল পার্ক হয়ে ওঠে জু-টি। ৩৩ একর জঙ্গলের উপর গড়ে ওঠা এই জুলজিক্যাল পার্ক বর্তমানে অসংখ্য প্রজাতির পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ মিলিয়ে এক জীববৈচিত্র্যের আবাসস্থল৷ দেশের চিড়িয়াখানাগুলির গবেষনা, প্রজনন, পরিবেশ, জীবজন্তুদের পরিচর্যা বিষয়গুলি বিশ্লেষণ করার পরেই এই র‍্যাঙ্কিং চালু করেছে সেন্ট্রাল জু অথারিটি। সেখানেই দেশের মধ্যে চতুর্থ ঝাড়গ্রাম।

আরও পড়ুন:  শ্রীরামকৃষ্ণ সারদাপিঠ গার্লস স্কুলে মুখ্যমন্ত্রী, সময় কাটালেন পড়ুয়াদের সঙ্গে

অন্যদিকে ৬৭ একর জমির উপর গড়ে ওঠা দার্জিলিং এর পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক রেড পাণ্ডার জন্য বিশেষ বিখ্যাত৷ বিলুপ্ত প্রায় এই প্রজাতির কৃত্রিম প্রজননও এখানে করানো হয়েছে৷ এছাড়া হিমালয়ান পার্বত্য এলাকার বহু প্রজাতির জন্তুর এখানে দেখা মেলে। সেই চিড়িয়াখানা এখন দেশের সেরা।

আরও পড়ুন:  শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের মন্ত্রী বীরবাহা হাঁসদার

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ