BRAKING NEWS

Medinipur : প্রবল ঝড়ে বিপর্যস্ত মেদিনীপুর, শহর জুড়ে তৎপরতা পৌরসভার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শুক্রবারের কালবৈশাখীতে বিপর্যস্ত মেদিনীপুর শহর। পরিস্থিতি মোকাবিলায় পথে নামলেন স্বয়ং পৌরপ্রধান সৌমেন খান। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলায় মেদিনীপুর পৌরসভার কর্মীরা।

পূর্বাভাস আগেই ছিল। দুপুরের পরেই হঠাৎই কালো হল আকাশ। তারপর ঝড়ের দাপট। মূহুর্তে লণ্ডভণ্ড মেদিনীপুর শহর। শহরের পদ্মাবতী শ্মশানের ইলেকট্রিক চুল্লির চিমনি ভেঙে পড়লো। হাসপাতাল রোডে ভাঙলো গাছ। বিধান নগর ও জজকোর্ট এলাকাতে উপড়ে গেল ইলেকট্রিক খুঁটি। রাস্তায় এখানে সেখানে গাছের ডাল, গাছ। কিছুক্ষণের জন্য থমকে গেল স্বাভাবিক জনজীবন।

কিন্তু ঝড় থামতেই পরিস্থিতির গুরুত্ব বিচার করে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে মেদিনীপুর পৌরসভা। আনা হয় জেসিবি। হাসপাতাল রোড থেকে সরানো হয় গাছ। রাস্তায় পড়ে থাকা ডালপালা সরানো হয়। দ্রুত পরিষ্কার করা হয় রাস্তা। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে পথে নামেন পৌরপ্রধান সৌমেন খান। তদারকি করেন বিপর্যস্ত এলাকার কাজকর্ম।

Leave a Reply