দাঁতনে উদ্ধার কয়েক হাজার গ্যালন কেরোসিন, গ্রেপ্তার দুই জন

দাঁতনে উদ্ধার কয়েক হাজার গ্যালন কেরোসিন, গ্রেপ্তার দুই জন

পাচার হওয়ার আগে দশ হাজার লিটারের বেশি নীল কেরোসিন তেল উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরে। কেরোসিন তেল মজুত ও পাচারের অভিযোগে দাঁতন থানার সারতা গ্রাম থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে দাঁতন থানার পুলিশ।

বর্তমানে সরকারের তরফে রেশনে দেওয়া কেরোসিনের উপর ভর্তুকি নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে চাহিদা মতো কেরোসিন না মেলায় শুরু হয়েছে মজুত ও কালোবাজারি। গোপন সূত্রে খবর পেয়ে, দাঁতন থানার সারতা গ্রামের ভবশংকর শ্যামল নামে এক ব্যক্তির বাড়ি সংলগ্ন গোডাউনে দাঁতন থানার পুলিশ ও জেলা দুর্নীতি দমন শাখার যৌথ অভিযান চালিয়ে উড়িষ্যায় পাচার হওয়ার আগে প্রায় ১০ হাজার লিটারের বেশি কেরোসিন উদ্ধার করেছে। মোট ৫৩ ব্যারেল অর্থাৎ প্রায় ১০ হাজার ৬০০ লিটার নীল কেরোসিন উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা। সেই সঙ্গে উড়িষ্যার বালেশ্বরের বাসিন্দা লক্ষ্মণ শ্যামল ও মহেশ্বর গন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ