Keshpur: উত্তপ্ত সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ, আহত ৭

Keshpur: উত্তপ্ত সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ, আহত ৭

ছাত্র সংঘর্ষে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় মোট ৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

পুজোর ছুটির পর মঙ্গলবার ছিল কলেজের পঠনপাঠনের প্রথম দিন। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী পারস্পরিক মতবিরোধের কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কলেজের সংসদে থাকা ব্যাট এবং উইকেট প্রভৃতি নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলে বলে জানা গিয়েছে। ঘটনায় দুই পক্ষের প্রায় ৭ জন আহত হয়েছেন। তাদের প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও পরে ৪ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ