- Advertisement -
চক্রধরপুর ডিভিশনে উন্নয়ন মূলক কাজের জন্য আগামী রবিবার ২৩ শে জুলাই খড়গপুরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। একাধিক ট্রেন চলবে না নির্ধারিত পথে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে।
২৩ জুলাই বাতিল ট্রেন-
০৮০৫৫/০৮০৫৬ খড়গপুর-টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল
০৮০৭১/০৮০৭২ খড়গপুর-টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল
০৮১৫১/০৮১৫২ টাটানগর-বরকাকানা-টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল
০৮০১৪/০৮০১৩ চক্রধরপুর-টাটানগর-চক্রধরপুর প্যাসেঞ্জার স্পেশাল
সম্পূর্ণ পথ অতিক্রম করবে না-
০৮১৭৩ আসানসোল-টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল ২৩ জুলাই পুরুলিয়া পর্যন্ত চলবে।
০৮১৭৪ টাটানগর-আসানসোল প্যাসেঞ্জার স্পেশাল ২৩ জুলাই টাটানগরের পরিবর্তে পুরুলিয়া থেকে আসানসোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।