Mamata Banerjee : দিদিকে সুরক্ষা দিতে গিয়েছিলেন, জেরায় দাবি ধৃত নূরের

Mamata Banerjee : দিদিকে সুরক্ষা দিতে গিয়েছিলেন, জেরায় দাবি ধৃত নূরের

তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২১ শে জুলাই সুরক্ষা দিতে গাড়ি নিয়ে কালীঘাটে গিয়েছিলেন! পুলিশের জেরায় ধৃত মেদিনীপুরের নূর আমিন তেমনই দাবি করেছেন বলে খবর সূত্রের।

ভুয়ো পরিচয় ও সন্দেহজনক গতিবিধির জন্য শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কাছ থেকে গ্রেপ্তার হওয়া নূর আমিনকে জেরা করছে পুলিশ। সূত্রের খবর, পুলিশি জিজ্ঞসাবাদে তিনি নাকি জানিয়েছে, তাঁর পুলিশ হওয়ার ইচ্ছা ছিল, তাই নিজেকে পুলিশ আধিকারিক হিসেবে ভাবতে পছন্দ করেন। অভিযোগ, নিজেকে পুলিশ পরিচয় দিতেন নূর। গাড়িতেও থাকতো পুলিশের স্টিকার। জেরায় ধৃত নূর আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতেই ২১ শে জুলাই তাঁর বাড়ির সামনে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:  Medinipur : মাঠ ঘিরতে গিয়ে খোদ পৌরপ্রধান ঘেরাও! রাস্তা অবরোধ ছাত্রছাত্রী ও স্থানীয়দের

শুক্রবার সকাল ১১:৩০ নাগাদ ঐ যুবক ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি কালো গাড়ি নিয়ে হাজরা রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়ে আটক হন। তিনি মুখ্যমন্ত্রী বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করছিলেন। মুখ্যমন্ত্রীর বাড়ির লাগোয়া মিলন সংঘ ক্লাবের গেট দিয়ে বলপূর্বক ঐ যুবক ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। মেদিনীপুরের বাসিন্দা শেখ নুর আমিন নামে ঐ যুবকের গাড়িতে তল্লাশি চালিয়ে ভোজালি, আগ্নোয়াস্ত্র, মাদক ও ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ