Malda : দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, বিবৃতি মন্ত্রী শশী পাঁজার

Malda : দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, বিবৃতি মন্ত্রী শশী পাঁজার

মালদহচুরির অভিযোগে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, জুতোপেটা করার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ঘটনার ভিডিও ও ছবি সমাজমাধ্যমে ছড়িয়েছে। যদিও GNE Bangla-র তরফে ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

মণিপুরে অশান্তি চলাকালীন দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো ও গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল দেশীয় রাজনীতি। মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ শে জুলাইয়ের সভা থেকে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে এবার মালদহে দুই মহিলাকে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগ উঠলো। স্থানীয় সূত্রে খবর, মালদহের দুই মহিলার বাড়ি মানিকচক এলাকায়। লেবু বিক্রি করতে বামনগোলা পাকুয়াহাটের গিয়েছিলেন। সেই সময়েই চুরির অভিযোগ এনে তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রেক্ষিতে উত্তাল রাজ্য রাজনীতি। বিবৃতি দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘‘যে দুই মহিলা চোর ছিলেন, তাঁদের পাকড়াও করেন যাঁরা, তাঁরাও মহিলা পুলিশকর্মী। তাঁদের গ্রেফতার করার সময় ধস্তাধস্তি হয়। বেচারারা সবাই গরিব। ধস্তাধস্তিতে কাপড় সরে যায়।’’ তিনি আরও বলেন, ‘‘কিন্তু এই ঘটনাকে রাজনীতির চশমায় কেন দেখা হচ্ছে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকা সিভিক ভলান্টিয়াররা এগিয়ে যান। কিন্তু মহিলারা নিজের হাতে আইন তুলে নেন। এটাও তো ঠিক নয়। যাই হোক, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে করছে পুলিশ।’’

ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়। তিনি টুইটে লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যহত।” কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শশী পাঁজার বক্তব্যকে ‘অসংবেদনশীল’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ