Purulia : ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ সঙ্গে ফিল্ম সিটি, একাধিক প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Purulia : ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ সঙ্গে ফিল্ম সিটি, একাধিক প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

পুরুলিয়ায় সভা থেকে একাধিক প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ, বিপুল কর্মসংস্থানের পাশাপাশি পুরুলিয়ায় ফিল্ম সিটি হবে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সভা থেকে একাধিক প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণও করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এই দিনের সভায় বলেন, “রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার শিল্প হবে। লক্ষাধিক ছেলেমেয়ে চাকরি পাবে।” তিনি আরও জানান, অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি, বান্দোয়ান পুরুলিয়ার সমস্ত স্থানে উন্নয়ন হবে। এরপরেই পুরুলিয়ার ফিল্ম সিটি তৈরির সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “পুরুলিয়ায় অনেক বাইরের লোক বেড়াতে আসেন। শ্যুটিংও হয়। গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুরুলিয়ায় একটা ফিল্ম সিটি তৈরি করব।” শুধু তাই নয়, পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি করার কথাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে গুরুত্ব দিয়ে জঙ্গলমহলে কর্মসংস্থানকে সুগম করার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  থানায় তৃণমূল নেতার স্ত্রী, ভূপতিনগর বিস্ফোরণ কান্ডে চাঞ্চল্যকর অভিযোগ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ