থানায় তৃণমূল নেতার স্ত্রী, ভূপতিনগর বিস্ফোরণ কান্ডে চাঞ্চল্যকর অভিযোগ

থানায় তৃণমূল নেতার স্ত্রী, ভূপতিনগর বিস্ফোরণ কান্ডে চাঞ্চল্যকর অভিযোগ

চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ভূপতিনগর বিস্ফোরণ কান্ডে মৃত তৃণমূলের বুথ সভাপতির স্ত্রী। তৃণমূলের বুথ সভাপতি মৃত রাজকুমার মান্নার স্ত্রী লতা রানী মান্না ভূপতিনগর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগে জানিয়েছেন, মৃত রাজকুমার মান্না বাড়িতে বেআইনি আতসবাজি তৈরি করতেন।

শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগে ভগবানপুরের ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে মধ্যরাতে স্থানীয় তৃণমূল বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে। গোটা বাড়ি বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায়। মারা যান রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। বিরোধীরা অভিযোগ আনেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভার আগে বোমা বাঁধার কাজ চলছিল। ঘটনার এনআইএ তদন্ত হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:  ‘নিট পাশ না করেই ডাক্তার তৃণমূল সাংসদের মেয়ে’, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির

ইতিমধ্যে ভূপতিনগর থানায় মৃত স্বামী রাজকুমার মান্নার বিরুদ্ধে তাঁর স্ত্রী-এর অভিযোগ, স্বামী তাঁর সাবধানতার কথা আমল না দিয়ে বাড়িতেই বেআইনি আতসবাজি বানাতেন। ধূমপানের সময় কোনোভাবে আগুন লেগে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে লতা রানী মান্নার অনুমান। রবিবার ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন বিস্ফোরণ স্থলে। পুলিশ তদন্ত চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ