মমতার আমলে তৃণমূলের অত্যাচার নিয়ে বই প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী

মমতার আমলে তৃণমূলের অত্যাচার নিয়ে বই প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী

পূর্বের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বই প্রকাশ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বইয়ের নামও আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি, ‘১৯৫৬’। মঙ্গলবার তিন ভাষায় এই বই প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী।

গত দেড় বছরে মমতা সরকারের আমলে বিরোধী দলনেতা, বিরোধী দলের কর্মীরা কী কী ধরণের অত্যাচারের মুখোমুখি হয়েছেন, তা এ দিন প্রচার পুস্তিকার মাধ্যমে প্রকাশ করেছে বিজেপি। সেখানেই রয়েছে পুঙ্খানুপুঙ্খ বিশদ বিবরণ।

এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘আমাকে ১০টিরও বেশি জায়গায় যেতে বাধা দেওয়া হয়েছে। তাদের ছবি দিয়েছি। মাত্র কয়েকটা ছবি দিতে পারলাম। কতুলপুরে কৃষকের বাড়িতে যেতে চেয়েছিলাম, তার ছবি দিয়েছি। আমার বিরুদ্ধে সমস্ত মামলা ৫ মে ২০২১ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। রাজ্য সরকার হাইকোর্টে রিপোর্ট করেছে এমন সমস্ত মামলা আমি এখানে একটি বই আকারে দিচ্ছি’।

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার

এরপরেই তিনি অন্যান্য রাজ্যের কথা উল্লেখ করে, শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘অন্যান্য রাজ্যে, বিরোধী দলের নেতাদের কখনও এভাবে বিচার করা হয় না, তবে আমি এতে ভয় পাই না। কারণ আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।আমি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার এবং বাংলা ব্যতীত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি সহ এই বইটি পাঠাচ্ছি।’

যদিও শুভেন্দুর এই বইপ্রকাশ নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।তিনি জানিয়েছেন,’তথাকথিত বিরোধী দলনেতা, লোডশেডিংয়ে জেতা বিধায়ক শুভেন্দু অধিকারী একটি বই প্রকাশ করছেন। তিনি বলছেন, তার বিরুদ্ধে রাজ্য সরকার যে মামলাগুলি করছে, সেগুলির সংকলন তিনি প্রকাশ করছেন। তিনি দাবি করছেন, ওমুক তারিখ পর্যন্ত তার বিরুদ্ধে মামলা ছিল না। কিন্তু তারপর থেকে তার বিরুদ্ধে মামলাগুলি হয়েছে।’

আরও পড়ুন:  ‘নিট পাশ না করেই ডাক্তার তৃণমূল সাংসদের মেয়ে’, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির

‘আমি শুধু এইটুকু বলব, তার আগে মামলা ছিল না।তিনি তো প্রবল প্রতাপশালী ছিলেন। পূর্ব মেদিনীপুর জেলা মূলত তার উপর আস্থা রেখে তাকে সমস্ত ক্ষমতা দিয়ে একের পর এক দফতরের মন্ত্রী করেছিল। এই প্রশ্ন তো আসবে, তিনি ক্ষমতার অপব্যবহার করে, প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে মামলাগুলি ঠেকিয়ে রাখেননি তো?’

তৃণমূল মুখপাত্র আরও জানিয়েছেন, ‘আমি অনুরোধ করব, শুভেন্দু অধিকারী যে বইটি প্রকাশ করছেন, তাতে দুটি অংশ যোগ করতে হবে। প্রথমত, তৃণমূলে থাকাকালীন তিনি ও তার পরিবার কটি সরকারি, প্রশাসনিক, জনপ্রতিনিধিত্ব ও সরকারি পদে ছিলেন, সেটি ওই বইয়ের ভূমিকায় প্রকাশ করতে হবে।” কুণালের আরও প্রশ্ন, ‘সিবিআইয়ের এফআইআর কোথায়?’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ