Medinipur : দোকানের দই খেয়ে হাসপাতালে বিএমওএইচ সহ ১৫ জন

Medinipur : দোকানের দই খেয়ে হাসপাতালে বিএমওএইচ সহ ১৫ জন

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার খিড়কিবাজার এলাকার একটি সুপরিচিত মিষ্টির দোকানের দই কিনে খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে ভর্তি খোদ শালবনী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাঃ কৌশিক সিং। তিনি ছাড়াও প্রায় ১৫ জন বমি, পায়খানা সহ ফুড পয়জনিং-এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ ২৫-৩০ জন।

আরও পড়ুন:  Garbeta : বকেয়া বিল সহ একাধিক দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মীদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনার সুপরিচিত মিষ্টির দোকান থেকে দই খাওয়ার পরে অনেকে অসুস্থ হয়ে পড়েন। বমি, পায়খানার উপসর্গ দেখা দেয়। মূলত শুক্রবার সকাল থেকে যাঁরা দই কিনেছিলেন, তাঁরাই অসুস্থ হয়েছেন। ব্লক স্বাস্থ্য দফতর থেকে খবর পেয়েই সক্রিয় হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে দইয়ের নমুনা। সেই দোকান থেকে দই কেনেন শালবনীর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ কৌশিক সিং। শুক্রবার ডিউটিতে থাকাকালীন অসুস্থতা অনুভব করেন তিনি। তারপরেই ডায়রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হন শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। এখন তিনি কিছুটা সুস্থ বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Medinipur : শহরবাসীর জন্য সুখবর, তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে আন্ডারপাসের ঘোষণা দিলীপের

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ