Debra : মন্ত্রীত্বের পর হারালেন নিরাপত্তা! হুমায়ুন কবীরকে নিয়ে দলীয় মহলে জল্পনা

Debra : মন্ত্রীত্বের পর হারালেন নিরাপত্তা! হুমায়ুন কবীরকে নিয়ে দলীয় মহলে জল্পনা

প্রাক্তন আইপিএস অফিসার থেকে তৃণমূলের বিধায়ক। পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে হারিয়ে ছিলেন অপর এক প্রাক্তন আইপিএস বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে। সেই ডঃ হুমায়ুন কবীর প্রথমে হারালেন মন্ত্রীত্ব, এবার তাঁর নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সাম্প্রতিক সময়ে একাধিকবার বিভিন্ন বিষয়ে মুখ খুলে দলের অস্বস্তির কারণ হয়েছেন ডেবরার বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনে রক্তপাত নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের ‘হতাশা’ এবং ‘লজ্জা’র কথা জানিয়েছিলেন তিনি। সরকারের লক্ষ্মীর ভান্ডার নীতি নিয়ে বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন তিনি। এমনকি বিধানসভায় সরকারের শিক্ষা নীতি নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন। দলীয় তরফে এই বিষয়ে হুমায়ুনের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলা না হলেও, ঘনিষ্ঠ মহলে একাধিক তৃণমূল নেতা স্বীকার করেছেন এর জন্য অস্বস্তিতে পড়েছে দল।

আরও পড়ুন:  Birendra Setu : বীরেন্দ্র সেতুর ব্যারিকেডে আটক বাইক, গ্রেপ্তার ২ দুষ্কৃতি

অন্যদিকে ডেবরার বিধায়ক হওয়ার পর থেকে রাজনীতির তুলনায় বিধানসভা অঞ্চলের উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন। ব্লক জুড়ে পানীয় জলের ব্যবস্থা, লোয়াদা ব্রিজ প্রভৃতি একাধিক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। যদিও বিতর্কও তৈরি হয়েছে একাধিক বিষয়ে। ডেবরা টোলে ঝামেলা, তরুনীকে চাকরি দেওয়ার কথা বলে বাড়িতে কাজ করানো প্রভৃতি বিষয়ে অভিযোগ উঠেছে। তারই মধ্যে মন্ত্রীত্ব হারান তিনি। তারপর বিধানসভা-পর্ব। এবার নিরাপত্তার অপসারণ। পুলিশি চাকরির সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক হিসাবে পরিচিত প্রাক্তন আইপিএস-এর সঙ্গে দলীয় দূরত্ব তৈরি হচ্ছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন:  Garbeta : বকেয়া বিল সহ একাধিক দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মীদের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ