Medinipur : তৃণমূলের ঘর ভাঙালো বিজেপি, শতাধিক কর্মীর দলবদল নির্বাচনের আগে

img 20230615 wa0008

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্যে মনোনয়ন পেশের শেষ দিনে তৃণমূলে ঘর ভাঙালো বিজেপি। প্রাক্তন অঞ্চল সভাপতি সহ প্রায় দুই শতাধিকেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। জানা গিয়েছে, সদ্য বিজেপিতে যোগ দেওয়া বেশ কয়েকজনকে পঞ্চায়েতের প্রার্থী করতে চলেছে গেরুয়া দল। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি নাকফুরি মুর্মু সহ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক বৃহস্পতিবার যোগ দেন বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা নেতৃত্বরা। পাশাপাশি নারায়ণগড় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষও এলেন বিজেপিতে। তৃণমূলে থেকে কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন:  Paschim Medinipur : দিলীপ ঘোষের নমিনেশন পরিক্রমা, ওআরএস জল খাওয়ালেন তৃণমূল কর্মী সমর্থকেরা 

স্থানীয় সূত্রের দাবি, মকরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বর্তমান অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট এবং নাকফুরি মুর্মুর মধ্যে দীর্ঘদিন মতনৈক্য। বিগত নির্বাচনের পর থেকেই কার্যত রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় ছিলেন নাকফুরি। পঞ্চায়েত নির্বাচনে প্রাক্কালে মনোনয়নের শেষ দিন যোগ দিলেন বিজেপিতে। জানা গিয়েছে, নাকফুরি মুর্মু সহ বেশ কয়েকজনকে প্রার্থী করতে চলেছে বিজেপি। এই বিষয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, “ফলস কথা। কেউ যোগদান করেনি। রিজার্ভেশনের কারণে একজন নমিনেশন পায়নি। বিজেপি সঙ্গে নিজের লোকেদের দাঁড় করিয়ে বলছে এত জন যোগদান করলো। ঐ ছেলেটিও তিনদিন পরে ফেরত আসবে।”

আরও পড়ুন:  Medinipur : চার দলের চার নেতার আড্ডা, মনোনয়ন নিয়ে সংঘর্ষের মাঝে বিরল রাজনৈতিক সৌজন্য

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ