Paschim Medinipur : দিলীপ ঘোষের নমিনেশন পরিক্রমা, ওআরএস জল খাওয়ালেন তৃণমূল কর্মী সমর্থকেরা 

img 20230613 wa0006

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। চলছে মনোনয়ন পর্ব। বিজেপির মনোনয়ন জমা খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে জেলা পরিক্রমায় বের হয়েছেন দিলীপ ঘোষ। প্রচণ্ড গরমে শালবনীতে তাঁকে ওআরএস জল খাওয়ালেন তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন বিজেপি সাংসদ৷ সেই সঙ্গে মনোনয়ন কেন্দ্রের ১ কিমির মধ্যে ১৪৪ ধারা শাসক দল মানছে না বলেও অভিযোগ আনলেন দিলীপ ঘোষ।

মঙ্গলবার খড়গপুর এক নম্বর ব্লক অফিসে বিজেপির পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ফেরার পথে ঢাক-ঢোল বাজিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তাঁকে দেখে স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দিলীপ ঘোষ তৃণমূল কর্মী সমর্থকদের সাথে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেন। পরে তিনি প্রশ্ন তোলেন, “১৪৪ ধারা তৃণমূলের লোকেরা মানছে না। ওরাই জবরদস্তি করছে সেই জন্য সমস্যা হচ্ছে, না হলে কোন সমস্যাই হবে না। লোকেরা শান্তিতে মনোনয়ন জমা দেবে।”

আরও পড়ুন:  Medinipur : কুড়মিদের বিরুদ্ধে পথে আদিবাসী সংগঠন, জেলায় ১২ ঘন্টার বনধ

এরপর তিনি মেদিনীপুর সদর ব্লক অফিসে এসে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন।। যান শালবনী বিডিও অফিসে। তখন প্রবল রৌদ্রে গরমে রাজনীতি ভুলে সৌজন্যতা দেখান সেখানে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে ঠাণ্ডা জল, ওআরএস খাওয়ান তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ