Medinipur : চার দলের চার নেতার আড্ডা, মনোনয়ন নিয়ে সংঘর্ষের মাঝে বিরল রাজনৈতিক সৌজন্য

img 20230614 wa0009

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

আসন্ন পঞ্চায়েত নির্বাচনরাজ্যের বিভিন্ন স্থানে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে হচ্ছে সংঘর্ষ। চলছে বোমা, গুলি। রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের পাশাপাশি আহত হয়েছেন পুলিশ কর্মীরাও। সেই পরিস্থিতিতে বিরল রাজনৈতিক সৌজন্যের নজির মেদিনীপুরে। স্থান মেদিনীপুর সদর বিডিও অফিস কার্যালয়ের ক্যান্টিন। কারণ ঐতিহ্যের মেদিনীপুর কলেজ।

তাঁরা প্রত্যেকেই মেদিনীপুর কলেজের প্রাক্তন ছাত্র৷ যদিও পাশ করেছেন এক এক সময়ে৷ নিজেদের সময়ে ছাত্র রাজনীতি করেছেন দাপটের সঙ্গে৷ এখনও নিজের নিজের দলের দাপুটে নেতা। তাঁরা হলেন, কংগ্রেসের অভিজ্ঞ নেতা ও মেদিনীপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান ও বিধায়ক দীনেন রায়, বিজেপির জেলা মুখপাত্র ও সহ-সভাপতি অরূপ দাস এবং সিপিআইএমের সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সোমনাথ চন্দ। বুধবার দুপুরে মেদিনীপুর সদর বিডিও অফিস কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার আবহে দলীয় কর্মীদের সাহায্য করার মাঝেই ক্যান্টিনে স্মৃতিচারণ ও রাজনৈতিক আলোচনায় মাতলেন তাঁরা। দিলেন রাজনৈতিক সৌজন্যের বার্তাও।

আরও পড়ুন:  Medinipur : ভোটের আগে দলবদল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

রাজনীতির মাঠে তাঁরা পরস্পরের বিরোধী। কিন্তু চায়ের আড্ডায় একই আলোচনা ও ভাবনার শরিক। একযোগে বার্তা দিলেন, রাজনীতি তো এমনই হওয়া উচিত। নীতি আলাদা হলেও মানুষের জন্য আন্দোলনের রাজনীতিতে সৌজন্য বজায় রেখেই লড়াই হোক। যে সময়ে ডোমকল, ভাঙড় প্রভৃতি জায়গা থেকে রাজনৈতিক সংঘর্ষের সংবাদ আসছে, তখন মেদিনীপুরের রাজনৈতিক সৌজন্য বিরল হলেও আশাব্যঞ্জক বটে।

আরও পড়ুন:  Medinipur : কুড়মিদের বিরুদ্ধে পথে আদিবাসী সংগঠন, জেলায় ১২ ঘন্টার বনধ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ