Jagadhatri Puja: অরবিন্দ নগর সার্বজনীন অষ্টম বর্ষে, উদ্বোধনে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জ্ঞানী বরানন্দ

Jagadhatri Puja: অরবিন্দ নগর সার্বজনীন অষ্টম বর্ষে, উদ্বোধনে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জ্ঞানী বরানন্দ

সারা রাজ্যে চলছে জগদ্ধাত্রী পুজো। ব্যতিক্রম নয় মেদিনীপুরও। অরবিন্দ নগর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এই বছর অষ্টম বর্ষে পদার্পণ করলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজোর উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জ্ঞানী বরানন্দ।

আরও পড়ুন:  জয়নারায়নপুরে দাবিপূরণ! ভেন্টেড কজওয়ে নির্মাণের শিলান্যাস করলেন জুন মালিয়া 

এই বছর অষ্টম বর্ষ। অরবিন্দ নগর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির তরফে আয়োজন করা হয়েছে চার দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার পুজোর উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জ্ঞানী বরানন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারঙ্গী, ডাঃ প্রসেনজিৎ মাঝি, ডাঃ গোলক বিহারী মাঝি, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সমাজসেবী সুজয় হাজরা, 22 নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা, সত্যব্রত দোলুই, বংশী বদন সাহা প্রমুখরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ