BRAKING NEWS

মেদিনীপুরে ক্ষুদে পড়ুয়ার সাফল্য, রাজ্য যোগাসন প্রতিযোগিতায় সেরা

রাজ্য স্তরে মেদিনীপুরের নাম উজ্জ্বল করলো মেদিনীপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অলিগঞ্জ, কসাইপাড়ার বাসিন্দা শেখ শাহজাদ। রাজ্য যোগাসন প্রতিযোগিতা বিবেকানন্দ কাপে প্রথম স্থান পেয়েছে এই ক্ষুদে পড়ুয়া।

সম্প্রতি কলকাতায় আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য যোগাসন চ্যাম্পিয়নসিপ ২০২৩ বিবেকানন্দ কাপে প্রথম স্থান অধিকার করেছে মেদিনীপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ শাহজাদ। তার সাফল্যে তাকে উৎসাহিত করতে শুক্রবার ১১ নম্বর ওয়ার্ডে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করে ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস। পুষ্পস্তবক, সাম্মানিক মোমেন্টো, সম্বর্ধনাজ্ঞাপন পত্র ও উপহার দিয়ে ছোট্ট শাহজাদকে অভিনন্দন জানানো হয়৷ উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষই, ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী প্রমুখরা।

হোসেনাবাদে জাতীয় সড়ক দুর্ঘটনা, আহত ২ বাইক আরোহী