মেদিনীপুর কলেজের ১৫০ বছর পূর্তি, ‘কলেজ’ হচ্ছে ‘বিশ্ববিদ্যালয়’

মেদিনীপুর কলেজের ১৫০ বছর পূর্তি, 'কলেজ' হচ্ছে 'বিশ্ববিদ্যালয়'

দীর্ঘ ১৫০ বছরের এক গৌরবময় অধ্যায়। এই বছরের ৩০ জানুয়ারি ছিল কলেজের ১৫০-তম প্রতিষ্ঠা দিবস। ঐতিহাসিক এই বছরেই বিশ্ববিদ্যালয় তকমা পাওয়ার প্রতিশ্রুতি পেল কলেজ। মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকেই তা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, “দেড়শ বছরে পড়েছে মেদিনীপুর কলেজ। আমি এই সভা থেকেই ঘোষণা করছি, মেদিনীপুর কলেজকে আমরা ইউনিটারি মর্যাদা দেবো।” এর পরে বুধবার দলীয় সমাবেশ থেকেও একই ঘোষণা করেন তিনি। এর আগে এই শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে স্বশাসনের স্বীকৃতি, ইউজিসি ও ন্যাক কর্তৃক উৎকৃষ্টতার সম্মান। এবার একক বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার ঘোষণায় এক অন্য যাত্রা পথ শুরু হল ঐতিহ্যময় এই প্রতিষ্ঠানের। প্রশাসনিক সভা থেকেই মেদিপুর কলেজের নতুন পরিচিতিকে আইনত মান্যতা দিতে বিল আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বিল পাসের পর রাজ্যপালের সই মিললেই মেদিনীপুর ‘কলেজ’ হবে ‘একক বিশ্ববিদ্যালয়’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ