Breaking news 19/5/2022 12 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 19/5/2022 12 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই পৌঁছেছেন তৃণমূল নেতা। সূত্রের খবর তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গতকালই সিবিআইকে চিঠি দিয়ে দেখা করতে চেয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। সেই মতো ঠিক তার আগের দিনই কলকাতায় চলে আসেন তৃণমূল নেতা। ৬ তারিখ নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। এসএসকেএম হাসপাতালে ভরতি হন।

* নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে ৷ আলিপুর আবহাওয়া অফিস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টিতে বৈশাখী দিনের তাপমাত্রা আর তাপপ্রবাহে পরিণত হবে না । তবে দিনে গরমের অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ গরম ও অস্বস্তি থাকবে ৷ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পরিস্থিতি অনুকূল হচ্ছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শুক্র-শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৪/১১/২০২২

* হাইকোর্টের নির্দেশের পরেই গতকাল গভীর রাতে এসএসসি অফিস ঘিরে ফেলে সিআরপিএফ। রাত ২টো ৫০-এ আচার্য সদনের সামনে পৌঁছয় সিআরপিএফের ২টি ভ্যান। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”এখন যেটা ঘটছে, আগেই ঘটা উচিত ছিল। শিক্ষার জন্য আমরা গর্বিত ছিলাম। সেই শিক্ষা ব্যবস্থা এখন কোথায় পৌঁছে গিয়েছে। দুর্নীতি হচ্ছে। শিক্ষামন্ত্রীকে প্যারেড করে সিবিআই দফতরে যেতে হচ্ছে। এই সরকারের আমলে বাংলার সার্বিক পতন হচ্ছে। কোর্ট বুঝতে পেরেছে এই দুর্নীতি মাথার উপর উঠে গিয়েছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

* ফের বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ বৃহস্পতিবার ঘরোয়া কাজে ব্যবহৃত এলপিজি ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৩ টাকা।কলকাতার রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ১০২৯ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ